টিঅ্যান্ডটি কলোনির পাশে গাছে যুবকের ঝুলন্ত লাশ
নিজস্ব প্রতিবেদক
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১৪:৪৪ ১৩ জানুয়ারি ২০২১

ফাইল ছবি
রাজধানীর মতিঝিল টিঅ্যান্ডটি কলোনির পাশের একটি গাছে অজ্ঞাতনামা এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ২১ বছর। তার পরনে ছিল লাল গেঞ্জি ও জিনসের প্যান্ট।
বুধবার সকাল ৯টার দিকে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম বলেন, সকালে টিঅ্যান্ডটি কলোনির দেয়ালের বাইরের একটি গাছের সঙ্গে জিনসের প্যান্ট দিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মৃতদেহটি উদ্ধার করি। তাকে দেখে ভবঘুরে প্রকৃতির মনে হচ্ছে।
ধারণা করা হচ্ছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবুও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
ডেইলি বাংলাদেশ/টিআরএইচ