প্রেমিকের সঙ্গে কুয়াকাটা বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার তরুণী
প্রকাশিত: ১৬:২৮ ১২ জানুয়ারি ২০২১

ধর্ষণ মামলায় গ্রেফতার তিনজন
পটুয়াখালীর কুয়াকাটায় প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে এক তরুণী গণধর্ষণের শিকার হয়েছেন। ওই ঘটনায় প্রেমিকসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ
গ্রেফতারকৃতরা হলেন- প্রধান আসামি রনি প্যাদা, তার বন্ধু মাইনুল ইসলাম ও হোটেলের ম্যানেজার শহিদুল ইসলাম।
রোববার সন্ধ্যায় কুয়াকাটার সি ক্রাউন নামে আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে। সোমবার ভুক্তভোগী তরুণী মামলা করার পর রাতেই তিনজনকে গ্রেফতার করা হয়।
মামলা সূত্রে জানা গেছে, দশমিনা উপজেলার বাসিন্দা রনি প্যাদার সঙ্গে মোবাইলে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই তরুণীর। রোববার সন্ধ্যায় তাকে বেড়াতে যাওয়ার কথা বলে কুয়াকাটায় নিয়ে যান রনি প্যাদা। এরপর স্বামী-স্ত্রীর পরিচয়ে সিলভার ক্রাউন হোটেলে ওঠেন তারা। সেখানে ২০৬ নম্বর কক্ষে প্রথমে প্রেমিক রনি প্যাদা পরে তার বন্ধু মাইনুল ইসলাম ওই তরুণীকে ধর্ষণ করে। তাদের সহযোগিতা করেন হোটেলের ম্যানেজার শহিদুল ইসলাম।
মহিপুর থানার পরিদর্শক মো. মিজানুর রহমান জানান, ধর্ষণের শিকার তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেফতার তিনজনকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।
ডেইলি বাংলাদেশ/এআর