সাঈদ খোকনের বিরুদ্ধে দুই মামলা, আদেশ ১৯ জানুয়ারি
নিজস্ব প্রতিবেদক
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১২:৪৬ ১২ জানুয়ারি ২০২১

সাঈদ খোকন
ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেয়ার অভিযোগে সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে আবেদন করা দুই মামলা গ্রহণের বিষয়ে আদেশের জন্য আগামী ১৯ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালত নতুন এদিন ধার্য করেন।
এদিন মামলাটি দুইটি গ্রহণের বিষয়ে আদেশের জন্য ধার্য ছিল। তবে আদালত আজ আদেশ না দিয়ে নতুন এদিন ধার্য করেন।
এর আগে গতকাল সোমবার কাজী আনিসুর রহমান ও অ্যাডভোকেট মো. সারওয়ার আলম বাদী হয়ে পৃথক দুইটি মামলার আবেদন করেন। এদিন আদালত দুই বাদীর জবানবন্দি গ্রহন করেন। এরপর শুনানি শেষে আদালত আদেশের জন্য আজ মঙ্গলবার দিন ধার্য করেন।
ডেইলি বাংলাদেশ/টিআরএইচ