বাংলাদেশি ভক্তের জন্মদিনে সোনামের শুভেচ্ছা
বিনোদন ডেস্ক
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ০৯:১৮ ১২ জানুয়ারি ২০২১ আপডেট: ১৩:০৩ ১৩ জানুয়ারি ২০২১

সোনাম কাপুর
বলিউড তারকা সোনাম কাপুর। তার আরেকটি পরিচয় হচ্ছে তিনি অনিল কাপুরের কন্যা। তবে সিনেমা জগতে তিনি বাবার কোন সহযোগিতা ছাড়াই খ্যাতি অর্জন করেছেন। খুব অল্প সময়েই তিনি জয় করে নিয়েছেন কোটি ভক্তের হৃদয়।
জানা গেছে, বাংলাদেশি এক ভক্তকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন এই অভিনেত্রী।
সোমবার সোনাম টুইট করে সাবরিনা ইলা নামে এক ভক্তকে শুভেচ্ছা জানান।
রাজধানীর আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইলা টুইটারে ও ইনস্টাগ্রামে ‘সোনাম কাপুর আহুজা ক্যাফে’ নামে একটি ফ্যান ক্লাব পরিচালনা করছেন। সেই সূত্রেই মূলত সোনাম কাপুরের সঙ্গে তার সখ্যতা তৈরি হয়েছে।
প্রিয় অভিনেত্রীর শুভেচ্ছা পেয়ে আপ্লুত ইলা টুইটারে লিখেছেন, আমি কতটা খুশি হয়েছি তা তুমি জানো না। আমি সবচেয়ে সৌভাগ্যবান! আমি তোমাকে ভালোবাসি।
ডেইলি বাংলাদেশ/টিএএস