পিকে হালদারের মা’সহ ২৫ সন্দেহভাজনদের ছবি ইমিগ্রেশনে
প্রকাশিত: ০২:২৫ ১২ জানুয়ারি ২০২১

ফাইল ছবি
৩৬শ’ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের ঘটনায় পিকে হালদারের মা’সহ সন্দেহভাজন ২৫ ব্যক্তির পরিচয় ও ঠিকানাসহ প্রয়োজনীয় তথ্য ইমিগ্রেশনকে সরবরাহ করা হয়েছে। তারা যাতে দেশ ছাড়তে না পারে সেজন্য ইমিগ্রেশনকে সতর্ক করে চিঠি দিয়েছে সরকার।
সোমবার (১১ জানুয়ারি) পিকে হালদারের মতো তার পরিবারের সদস্য ও কাছের লোকজন যাতে বিদেশে পালিয়ে যেতে না পারে সেজন্যই এমন ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একে এম আমিনউদ্দিন।
তিনি বলেন, তালিকায় নাম থাকা ওই ২৫ জনের কাছ থেকে পিকে হালদারের হাজার কোটি টাকা অর্থ আত্মসাত ও পাচারের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।
গত ৫ জানুয়ারি হাইকোর্ট পিকে হালদারের মা লীলাবতি হালদার, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গর্ভনর এসকে সুরসহ ২৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন। প্রায় ৬ হাজার গ্রাহকের সাড়ে ৩ হাজার কোটি টাকা পাচার করে বিদেশে পলাতক পিকে হালদারের বিরুদ্ধে ইতোমধ্যে রেড অ্যালার্ট জারি করেছে ইন্টারপোল। তাকে দেশে ফিরিয়ে এনে বিচার করার চেষ্টা করছে সরকার।
ডেইলি বাংলাদেশ/টিএএস