নান্দাইলে সরকারি ঘর পাচ্ছে ৬২ গৃহহীন পরিবার
প্রকাশিত: ০১:৩১ ৬ ডিসেম্বর ২০২০ আপডেট: ০০:৩০ ৭ ডিসেম্বর ২০২০

ছবি: সংগৃহীত
মুজিববর্ষ উপলক্ষে ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সরকারি ঘর পাচ্ছেন ৬২টি গৃহহীন পরিবার। ঘরগুলোর নির্মাণকাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।
শনিবার সকালে উপজেলার আচারগাঁও, সিংরুইল ও চরবেতাগৈর ইউনিয়নে ঘর নির্মাণের কাজ পরিদর্শন করেছেন ময়মনসিংহের এডিসি (শিক্ষা) শারমিন সুলতানা।
জানা যায়, উপজেলার ১৩ ইউনিয়নে ৬২টি ঘর নির্মাণকাজ পুরোদমে এগিয়ে চলছে।
ইউএনও মো. এরশাদ উদ্দিন জানান, প্রতিটি ঘর নির্মাণের জন্য ব্যয় হবে ১ লাখ ৭১ হাজার টাকা করে। সৌন্দর্যমণ্ডিত প্রতিটি ঘরের সঙ্গে একটি রান্নাঘর ছাড়াও রয়েছে বিভিন্ন সুযোগ-সুবিধা। প্রতিটি ঘরের মালিককে ঘরের মালিকানা লিখে দেয়া হবে।
এডিসি শারমিন সুলতানা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে প্রশাসন সচেষ্ট রয়েছে। আগামী মার্চের মধ্যে গৃহহীনদের মাঝে ঘর হস্তান্তর করা হবে।
ডেইলি বাংলাদেশ/এমকে/এইচএন/AN