অবশেষে নবজাতককে রেখে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মা
প্রকাশিত: ০০:৪০ ৬ ডিসেম্বর ২০২০ আপডেট: ১৪:৫৯ ৭ ডিসেম্বর ২০২০

ছবি: ডেইলি বাংলাদেশ
টানা তিন সপ্তাহ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে নবজাতক ছেলে সন্তানকে রেখে মৃত্যুর কোলে ঢলে পড়লেন এক মা।
এর আগে প্রসূতি জটিলতা নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন জেলা জজ আদালতের নিম্নমান সহকারী বেগম কামরুন নাহার। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে তার একটি ছেলে সন্তানের জন্ম হয়।
সন্তান জন্ম দেয়ার পর জটিলতা বেড়ে যাওয়া ও করোনা উপসর্গ দেখা দেয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। করোনা টেস্টে নেগেটিভ রেজাল্ট আসে। তার ফুসফুস শতকরা ৮০ ভাগ ড্যামেজ হয়ে যায়। পরে তাকে ঢাকায় রেফার্ড করা হয়। ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। তবে নবজাতক সুস্থ রয়েছে।
তার অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার।
আইন সচিব এক শোকাবার্তায় কামরুন নাহারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
কামরুন নাহার ২০১৬ সালে চাকরিতে যোগদান করেন। তার বাড়ি ময়মনসিংহ জেলায় এবং স্বামী ওমর ফারুক স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের সিরাজগঞ্জের অফিসে উপ-সহকারী প্রকৌশলী পদে কর্মরত রয়েছেন।
ডেইলি বাংলাদেশ/এমকে/এমআর