অটোরিকশায় বাসের ধাক্কা, একই পরিবারের ছয়জনসহ নিহত ৭
প্রকাশিত: ১৫:৩৫ ৪ ডিসেম্বর ২০২০ আপডেট: ১৯:০১ ৪ ডিসেম্বর ২০২০

দুর্ঘটনা কবলিত বাস ও অটোরিকশা
মানিকগঞ্জের দৌলতপুরে বাসের ধাক্কায় সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের ছয়জন রয়েছেন। অন্যজন অটোচালক।
শুক্রবার বিকেলে উপজেলার চকমিরপুর ইউনিয়নের মূলকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- টাঙ্গাইলের নাগরপুর উপজেলার চাষাভাদ্রা গ্রামের হরেকৃষ্ণ বাদ্যকার, তার ছেলে গোবিন্দ বাদ্যকার, পুত্রবধূ ববিতা বাদ্যকার, নাতনি রাধে রানী, ভাইয়ের স্ত্রী খুশী রানী ও ভাতিজা রায় প্রকাশ এবং অটোচালক জামাল শেখ।
দৌলতপুর থানার ওসি রেজাউল করিম জানান, দুপুরে দৌলতপুর থেকে জামালের অটোরিকশা ভাড়া করে পরিবারের সদস্যদের নিয়ে মানিকগঞ্জের দিকে যাচ্ছিলেন হরেকৃষ্ণ বাদ্যকার। উপজেলার চকমিরপুর ইউনিয়নের মূলকান্দি এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা একটি বাস তাদের অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সাতজন নিহত হন।
ডেইলি বাংলাদেশ/এমআর