টাঙ্গাইলে সাতসকালে সড়কে ঝরল ৬ প্রাণ
প্রকাশিত: ০৯:২০ ৪ ডিসেম্বর ২০২০ আপডেট: ০৯:৫৫ ৪ ডিসেম্বর ২০২০

দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করা হচ্ছে
টাঙ্গাইলের মির্জাপুরে শুক্রবার সকাল ৭টার দিকে সড়কে ঝরল ছয়জনের প্রাণ। উপজেলার কুরনি এলাকায় একটি ট্রাক দাঁড়িয়ে থাকা বাসে ধাক্কা দিলে এ প্রাণহানির ঘটনা ঘটে।
মির্জাপুর থানার ওসি সায়েদুর রহমান ঘটনাস্থলে চারজন ও হাসপাতালে আরো দুইজনের মৃত্যু নিশ্চিত করেছেন।
গোড়াই হাইওয়ে থানার ওসি মোজাফ্ফর হোসেন ও পুলিশ সার্জেন্ট মো. রোবায়েত হোসেন জানান, ঘটনাস্থলে চারজন ও হাসপাতালে আরো দুইজনের মৃত্যু হয়েছে। কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরো পাঁচজন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রংপুর থেকে ছেড়ে আসা সেবা ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস মির্জাপুর উপজেলার কুরনি এলাকায় বিকল হয়ে পড়ে। পরে মেরামতের জন্য সড়কের পাশে দাঁড় করানো হয় বাসটি। সকাল ৭টার দিকে ঢাকাগামী সবজিভর্তি এক ট্রাক বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। পরে হাসপাতালে নেয়া হলে আরো দুইজনের মৃত্যু হয়।
ডেইলি বাংলাদেশ/জেএইচ