গামছা দিয়ে মুখে বেঁধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা
সুনামগঞ্জ প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ০৩:১৫ ৪ ডিসেম্বর ২০২০ আপডেট: ১৮:০১ ৫ ডিসেম্বর ২০২০

ধর্ষণচেষ্টা (প্রতীকী ছবি)
সুনামগঞ্জের ছাতকে এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার (২ ডিসেম্বর) রাতে ভিকটিম বাদী হয়ে অভিযুক্ত জাকারিয়ার বিরুদ্ধে ছাতক থানায় একটি মামলা দায়ের করেছেন।
ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের সিকন্দরপুর গ্রামের শুক্কুর আলীর ছেলে জাকারিয়া।
জানা যায়, অভিযুক্ত জাকারিয়া স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। ৩০ নভেম্বর সকালে ওই স্কুলছাত্রী তার বাড়ির পাশের পুকুরে কাপড় ধোঁয়ার জন্য গেলে জাকারিয়া গামছা দিয়ে মুখে বেঁধে পাশের ঝোপে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে জাকারিয়া পালিয়ে যায়। এ ঘটনার পর থেকে ধর্ষণের চেষ্টাকারী এলাকা ছেড়ে পালিয়ে যায়।
ধর্ষণচেষ্টায় মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে ছাতক থানার ওসি শেখ মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, আসামিকে গ্রেফতারে পুলিশ কাজ করছে।
ডেইলি বাংলাদেশ/আরএম/জেডএম