হাকালুকি হাওরে অতিথি পাখি হত্যায় ২ জনের কারাদণ্ড
মৌলভীবাজার প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১৩:১০ ৩ ডিসেম্বর ২০২০ আপডেট: ১৪:৪৮ ৩ ডিসেম্বর ২০২০

ছবি: সংগৃহীত
মৌলভীবাজারের হাকালুকি হাওরে অতিথি পাখি হত্যার দায়ে দুই ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার রাতে জুড়ী উপজেলার হাকালুকি হাওরের গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।
ইউএনও আল-ইমরান রুহুল ইসলাম জানান, খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালানো হয়। পরে সেখানে এক বাড়িতে অতিথি পাখি হত্যা করে রাখার সত্যতা নিশ্চিত হওয়া যায়। পরে এই অপরাধে দুই ব্যক্তিকে মোবাইল কোর্টে বন্যপ্রাণী (সংরক্ষণ) আইনে ১ মাস করে কারাদণ্ড দেয়া হয়।
অতিথি পাখি শিকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও।
ডেইলি বাংলাদেশ/এমকে