ঘরে ঢেকে নিয়ে কিশোরীকে ধর্ষণ, আসামির যাবজ্জীবন
প্রকাশিত: ০৩:২২ ৩ ডিসেম্বর ২০২০ আপডেট: ১৫:৩১ ৫ ডিসেম্বর ২০২০

ছবি: ডেইলি বাংলাদেশ
চট্টগ্রামে এক কিশোরীকে ধর্ষণের মামলায় মো. সাদ্দাম হোসেন নামে পলাতক এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে দেয়া হয়েছে ২০ হাজার টাকা অর্থদণ্ডও।
বুধবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক জেলা জজ মো. মশিউর রহমান খান এ রায় দেন।
সাদ্দাম হোসেন নগরীর কোতোয়ালি থানার পাথরঘাটার আশরাফ আলী রোডের আবুল কাশেমের ছেলে।
ট্রাইব্যুনালের পিপি জেসমিন আক্তার বলেন, ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় আসামি সাদ্দাম হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত। তবে ঘটনার পর থেকে পলাতক রয়েছেন তিনি।
জানা গেছে, ২০০৮ সালের ৭ ফেব্রুয়ারি প্রতিবেশী এক কিশোরীকে ঘরে ঢেকে নিয়ে ধর্ষণ করেন সাদ্দাম। ওই ঘটনায় ১১ ফেব্রুয়ারি কিশোরীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।
ওই মামলায় ২০০৮ সালের ২৭ মার্চ আসামি সাদ্দাম হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। পরে ৪ নভেম্বর অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত।
ডেইলি বাংলাদেশ/আরএম/জেডএম