জামালপুরে পাঁচ মাসের শিশু হত্যায় বাবার মৃত্যুদণ্ড
প্রকাশিত: ১৫:১০ ২৯ নভেম্বর ২০২০ আপডেট: ২০:২৮ ৩০ নভেম্বর ২০২০

জেলা ও দায়রা জজ আদালত, জামালপুর
জামালপুরে পাঁচ মাস বয়সী ছেলেকে হত্যার দায়ে বাবাকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার দুপুরে এ রায় দেন জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খান।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত মো. মোস্তফা শেরপুরের ঝিনাইগাতী উপজেলার দুধনই গাজারি জুড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে। বর্তমানে সে পলাতক।
আদালতের পিপি অ্যাডভোকেট নির্মল কান্তি ভদ্র জানান, মো. মোস্তফা ও তার স্ত্রী রোজিনা বেগম ঢাকায় গার্মেন্টসে চাকরি করত। রোজিনা অন্তঃসত্ত্বা হলে তাকে নিয়ে শ্বশুরবাড়ি জামালপুরের বকশীগঞ্জে চলে আসে মোস্তফা। সেখানে দিনমজুরের কাজ করে সংসার চালাত সে। ২০১০ সালের শেষদিকে ছেলের জন্ম দেন রোজিনা। নাম রাখেন আশিক। ২০১১ সালের ২০ মে মোবাইল কেনা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় মোস্তফার। এক পর্যায়ে সে পাঁচ মাস বয়সী ছেলের দুই পা ধরে ঢেঁকির সঙ্গে আছাড় দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় শিশু আশিক।
তিনি আরো জানান, ওই ঘটনায় স্বামীর বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় হত্যা মামলা করেন রোজিনা। দীর্ঘ বিচারকাজ শেষে আসামিকে মৃতদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন বিচারক। রায় ঘোষণার সময় মোস্তফা অনুপস্থিত ছিলেন।
ডেইলি বাংলাদেশ/এআর/জেডএম