মাগুরায় ট্রাকচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর
মাগুরা প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ০০:২১ ২৮ নভেম্বর ২০২০ আপডেট: ০০:২২ ২৮ নভেম্বর ২০২০

ছবি: সংগৃহীত
মাগুরা সদরের বড়খড়ি এলাকায় শুক্রবার দুপুরে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ও অপর একজন আহত হয়েছেন।
নিহতরা হলেন সদরের জাগলা গ্রামের শাহাদৎ হোসেন এর ছেলে সোহাগ হোসেন ও ঘোড়ামারা গ্রামের মোস্তফা মিয়ার ছেলে তাহারুল ইসলাম।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, বড়খড়ি এলাকায় একটি মোটরসাইকেল অপর একটি ইজিবাইকে অতিক্রমের সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলে থাকা তিন আরোহীর মধ্যে চালক ইমরান সামান্য আহতসহ সোহাগ ও তাহারুল ট্রাকচাপায় গুরুতর আহত। আহতদের দ্রুত মাগুরা সদর হাসপাতালে পাঠানো হলে সোহাগ ও তাহারুল মারা যান।
মাগুরা হাইওয়ে পুলিশের এসআই আমিরুজ্জামান জানান, দুর্ঘটনায় কবলিত ট্রাকটি আটক করা হয়েছে। চালক হেলপার পালিয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
ডেইলি বাংলাদেশ/এমকে