কুমিল্লায় কাভার্ডভ্যান চাপায় দুই স্বেচ্ছাসেবী নিহত
প্রকাশিত: ১৭:৩১ ২৭ নভেম্বর ২০২০ আপডেট: ২০:৫১ ১২ ডিসেম্বর ২০২০

নিহত নাজমুল হক সজল ও শরিফুল ইসলাম সোহাগ
কুমিল্লার বুড়িচং উপজেলায় কাভার্ডভ্যান চাপায় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের দুই নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।
নিহতরা হলেন- আদর্শ সদর উপজেলার কাচিয়াতলি গ্রামের নাজিম উদ্দিনের ছেলে মো. নাজমুল হক সজল, বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের ফরিজপুরের আমির হোসেনের ছেলে শরিফুল ইসলাম সোহাগ। তারা স্বেচ্ছাসেবী সংগঠন হেল্প ফর হিউম্যান-এর সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন।
শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কালাকচুয়া এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, তিন যুবক মোটরসাইকেলে কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে চান্দিনায় একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। কালাকচুয়া কাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয় এলাকায় পেছন থেকে দ্রুতগামী একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে তিনজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের ময়নামতি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি সাফায়েত হোসেন জানান, কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।
ডেইলি বাংলাদেশ/এআর/জেডএম