কুয়াকাটা বনাঞ্চলের গাছ কাটার সময় ট্রলারসহ দুই বনদস্যু আটক
প্রকাশিত: ১২:০১ ২৭ নভেম্বর ২০২০ আপডেট: ১২:১২ ২৭ নভেম্বর ২০২০

কুয়াকাটায় সংরক্ষিত বনাঞ্চল থেকে ঝাউগাছ কাটায় সময় শাহজাহান সিকদার ও লিটন প্যাদা নামে দুই বনদস্যুকে আটক করেছে নৌ-পুলিশ
পটুয়াখালীর কুয়াকাটায় সংরক্ষিত বনাঞ্চল থেকে ঝাউগাছ কাটায় সময় শাহজাহান সিকদার ও লিটন প্যাদা নামে দুই বনদস্যুকে আটক করেছে নৌ-পুলিশ।
শুক্রবার সকালে মহিপুর বনবিভাগ ও কুয়াকাটা নৌ-পুলিশের যৌথ অভিযানে গঙ্গামতির ঝাউবাগান সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬টি কাটা ঝাউগাছ উদ্ধার করা হয়।
আটক হওয়া শাহজাহান নজিবপুর এলাকার ওহাব সিকদারের ছেলে। লিটন একই এলাকার রর্শিদ প্যাদার ছেলে।
নৌ-পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গঙ্গামতি ঝাউবাগান এলাকায় অভিযান চালিয়ে দেখা যায় বেশ কয়েকজন বনদস্যু ঝাউগাছ কেটে নিয়ে যাচ্ছে। পুলিশ এবং বন বিভাগের কর্মকর্তাদের দেখে তারা পালানোর চেষ্টা চালায়। পরে স্পীডবোড নিয়ে ধাওয়া করে দুই বনদস্যুকে আটক করা হয়।
মহিপুর বনবিভাগের রেঞ্জ অফিসার কালাম জানান, দীর্ঘ দিন ধরে এ চক্রটি মহিপুর রেঞ্জের বনবিভাগ থেকে গাছ কেটে নিয়ে যাচ্ছিল। আটকদের বিরুদ্ধে মামলা হয়েছে।
ডেইলি বাংলাদেশ/জেএইচ