তুচ্ছ কথাতেই স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন দিল স্বামী
প্রকাশিত: ১৪:৫০ ২৬ নভেম্বর ২০২০

দগ্ধ হিরা বেগম
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হিরা বেগম নামে এক গৃহবধূর গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পালিয়েছেন তার স্বামী। বৃহস্পতিবার ভোরে যশোরের অভয়নগরের চাকই-মরিচা গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত স্বামী বিল্লাল সরদার চাকই গরুহাটখোলাসংলগ্ন গ্রামের আক্কাস আলী সরদারের ছেলে।
দগ্ধ হিরা বেগম জানান, স্বামী বিল্লাল সরদার সামান্য কথা কাটাকাটির একপর্যায়ে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে বিলের দিকে দৌড়ে পালিয়ে যায়।
তিনি কাঁদতে কাঁদতে আরো বলেন, আমি আমার পাষণ্ড স্বামীর বিচার দাবি করছি।
এ বিষয়ে হিরা বেগমের মা উপজেলার ভাটপাড়া গ্রামের মজিদা বেগম জানান, চাকই গরুহাটখোলাসংলগ্ন গ্রামের আক্কাস আলী সরদারের ছেলে বিল্লাল সরদার অমানসিকভাবে তার মেয়েকে গায়ে আগুন দিয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।
এ ব্যাপারে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. টুম্পা কুণ্ডু বলেন, হিরা বেগমের বুক, পিঠ ও দুই হাতের সিংহভাগ পুড়ে ঝলসে গেছে। তার প্রাথমিক চিকিৎসা শেষে বৃহস্পতিবার দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
ডেইলি বাংলাদেশ/জেএস