‘Sorry’ লিখে কার কাছে ক্ষমা চাইল বরিশালবাসী

ঢাকা, সোমবার   ১৮ জানুয়ারি ২০২১,   মাঘ ৪ ১৪২৭,   ০৩ জমাদিউস সানি ১৪৪২

‘Sorry’ লিখে কার কাছে ক্ষমা চাইল বরিশালবাসী

ডেস্ক নিউজ ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৫:৫৮ ২৫ নভেম্বর ২০২০   আপডেট: ১৬:০২ ২৫ নভেম্বর ২০২০

বরিশাল কতোয়ালি থানার সামনে স্যরি লেখা

বরিশাল কতোয়ালি থানার সামনে স্যরি লেখা

সাধারণত কেউ ভুল করলে স্যরি বলে থাকেন, কিন্তু সড়কে ‘Sorry’ লিখে কার কাছে ক্ষমা চাওয়া হচ্ছে? এমনই এক ‘Sorry’ লেখা নিয়ে বরিশালজুড়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।

বরিশাল নগরীর কতোয়ালি থানা, জিয়া সড়ক, সদর রোড এলাকার বেশ কিছু জায়গায় এমন স্যরি লেখা রয়েছে। এর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে।

কেউ কেউ বিষয়টি প্রেমঘটিত বললেও অনেকেই আবার আইনশৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করতে এমন কথা লেখা হয়েছে বলে উল্লেখ করছেন।

মঙ্গলবার রাতে কোতোয়ালি মডেল থানার সামনে চকেরপুলে ওঠার আগের সড়কে, কোতোয়ালি মডেল থানার ভিকটিম সাপোর্ট সেন্টারের সামনে ও থানার সামনে স্যরি লেখা। স্প্রেযুক্ত সাদা রঙ দিয়ে এসব লেখা হয়েছে।

নগরীর বিভিন্ন সড়কে স্যরি লেখা হয়েছে

নগরীর জিয়া সড়কের তিন স্থানে লেখা রয়েছে স্যরি। এছাড়া ওই এলাকার একতা সরণির পাশাপাশি কিছু দেয়ালেও দেখা গেছে এ লেখা। এমন আরো কয়েকটি স্থানে ‘Sorry’ শব্দ লেখা হয়েছে বলে জানায় স্থানীয়রা।

গবেষক আনিসুর রহমান খান স্বপন বলেন, বিভ্রান্তি ছড়াতে এমনটা কেউ লিখতে পারেন। শুধু তাই নয়, রাজনৈতিক বিভ্রান্তি ছড়াতেও এমনটা করতে পারে। বিষয়টি হেলাফেলা করে দেখলে চলবে না। এ লেখা কোনো কিছুর ইঙ্গিত দিচ্ছে কি না, সেটাও খতিয়ে দেখা প্রয়োজন।

বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম।

ডেইলি বাংলাদেশ/এমআর