দেশে চালু হলো ৯৯৯ ডেডিকেটেড গাড়ি
প্রকাশিত: ১৪:৪৭ ২৪ নভেম্বর ২০২০ আপডেট: ২০:০২ ১২ ডিসেম্বর ২০২০

বগুড়ার এসপি আলী আশরাফ ভূঁঞার হাতে ৯৯৯-ডেডিকেটেড গাড়ি হস্তান্তর করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন
জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর দ্রুত সাড়া দেয়ার ক্ষেত্রে অন্যতম প্রতিবন্ধকতা ছিল পরিবহন ব্যবস্থা। সে সমস্যা দূর করতে চালু হচ্ছে ৯৯৯ ডেডিকেটেড গাড়ি। দেশে প্রথম এ গাড়ি পেল বগুড়া জেলা পুলিশ।
মঙ্গলবার দুপুরে বগুড়ার এসপি আলী আশরাফ ভূঞার হাতে তিনটি গাড়ি হস্তান্তর করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তথ্য উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ২০১৭ সালের ১২ ডিসেম্বর জাতীয় জরুরি সেবা ৯৯৯ চালু হয়। এরপর থেকে পুলিশ ৯৯৯-এর মাধ্যমে দুই কোটি ৪০ লাখ কল পেয়েছে এবং সেবা দিয়েছে। এক্ষেত্রে অন্যতম প্রতিবন্ধকতা ছিল যোগাযোগ ব্যবস্থা। এবার সেটি দূর হলো।
ডিআইজি বলেন, বগুড়া জেলা পুলিশকে তিনটি ডেডিকেটেড গাড়ি দেয়া হয়েছে। ৯৯৯-এ কল এলেই এসব গাড়ি ব্যবহার করা হবে। এতে দ্রুত জনগণকে সেবা দেয়া সম্ভব হবে। পর্যায়ক্রমে সব জেলায় ৯৯৯ ডেডিকেটেড গাড়ি দেয়া হবে।
এ সময় বগুড়া জেলা ও রাজশাহী রেঞ্জের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডেইলি বাংলাদেশ/এআর/এমআর/জেডএম