রিসোর্টে অনৈতিক কাজে লিপ্ত থাকায় ধরা খেলেন ৬ জন
প্রকাশিত: ১৬:০১ ২৩ নভেম্বর ২০২০ আপডেট: ১৯:৫৮ ১২ ডিসেম্বর ২০২০

অনৈতিক কাজে লিপ্ত থাকায় আটক ৬
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার উত্তরসুর এলাকায় পর্যটন বিলাস নামক একটি রিসোর্ট থেকে এক মহিলাসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন, উপজেলার লালবাগ গ্রামের আব্দুল হামিদের ছেলে জমেল মিয়া, কালাপুরের ছকিল মিয়ার ছেলে মিনহাজ মিয়া, লইয়াকুল গ্রামের আব্দুল হাসিমের ছেলে ছামাদ মিয়া, মৌলভীবাজার সদরের উত্তর কলিমাবাদ গ্রামের ওয়ারিছ মিয়ার ছেলে মোস্তফা মিয়া, বিরাইমাবাদ গ্রামের আবু সাইদের ছেলে সাইফুল ইসলাম ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের খেলু মিয়ার ছেলে মাহিয়া মাহি।
শ্রীমঙ্গল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ফোর্সের সহযোগিতায় শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে তাদের আটক করা হয়। এ সময় রির্সোট থেকে জুয়া খেলার সরমঞ্জাম ও ইয়াবা সেবনের সামগ্রীও উদ্ধার করা হয়।
ডেইলি বাংলাদেশ/আরএম/জেডএম