চাঁদপুরে পরিত্যক্ত ড্রামের ভেতরে যুবকের ক্ষতবিক্ষত লাশ
প্রকাশিত: ০৯:৪০ ১১ নভেম্বর ২০২০ আপডেট: ০৯:৪২ ১১ নভেম্বর ২০২০

পরিত্যক্ত ড্রাম, যা থেকে যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় মঙ্গলবার রাতে আনুমানিক ৩০ বছর বয়সী এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার উয়ারুক বাজার এলাকায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পাশে পরিত্যক্ত একটি ড্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শাহরাস্তি থানার ওসি মো. শাহ আলম।
খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন চাঁদপুরের এসপি মো. মাহবুবুর রহমান।
মঙ্গলবার বিকেল থেকে রাস্তার পাশে সন্দেহজনক একটি ড্রাম পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তার ৮টার দিকে শাহরাস্তি থানা-পুলিশকে খবর দেয়। খবর পেয়ে শাহরাস্তি থানা পুলিশসহ চাঁদপুর থেকে সিআইডি ও পিবিআইয়ের দুটি টিম ঘটনাস্থলে এসে ড্রাম খুলে লাশটি উদ্ধার করে। ড্রামের মুখে তুলা জাতীয় বস্ত্র দিয়ে লাশটি ঢেকে রেখে তালাবদ্ধ রাখা ছিল।
শাহরাস্তি থানার ওসি মো. শাহ আলম বলেন, স্থানীয়রা খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রাম থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। উদ্ধার লাশের সারা শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে যুবকটিকে গলা কেটে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হবে। এই ঘটনার রহস্য উদ্ঘাটন করে দোষীদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করে যাচ্ছে।
ডেইলি বাংলাদেশ/জেএইচ