চাঁদপুরে কিশোর গ্যাং সদস্য সন্দেহে আটক ১১
চাঁদপুর প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ০৭:৫৭ ৯ নভেম্বর ২০২০

ছবি: ডেইলি বাংলাদেশ
চাঁদপুরে সাঁড়াশি অভিযানে কিশোর গ্যাংয়ের সদস্য সন্দেহে ১১ জনকে আটক করেছে পুলিশ।
রোববার জেলা শহরের পুরানবাজার এলাকার নতুন রাস্তা মেরকাটিজ রোড, ৩ নম্বর কয়লা ঘাট, রকেট ঘাট, মাছ ঘাট, বড় স্টেশান, যমুনা রোড ও ক্লাব রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলো- অন্তর, মিয়াদ, রাব্বি, নয়ন, পারভেজ, নয়ন দাস, সায়মন, মোরশেদ, ইমন, শাহিন, সালাম।
চাঁদপুর মডেল থানার ওসি মো. নাছিম উদ্দিন জানান, কিশোর গ্যাংয়ের অপরাধ প্রতিরোধে মডেল থানার অভিযান চলছে এবং চলবে। অভিভাবকদের তাদের সন্তানদের খোঁজখবর রাখতে হবে। তারা কোথায় যায়, কার সঙ্গে মিশে এ ব্যাপারে সজাগ থাকতে হবে। সন্ধ্যার পরে স্কুল কলেজ পড়ুয়াদের রাস্তায় দেখলেই আটক করা হবে।
ডেইলি বাংলাদেশ/এমকে