বেতন দেয়ার অযুহাতে ড্রাইভারকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ
প্রকাশিত: ০৯:৩১ ৮ নভেম্বর ২০২০

প্রতীকী ছবি
স্বামীকে আটকে রেখে এক গৃহবধুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। নরসিংদীর পলাশের স্থানীয় এক কমিশনারের ভাইয়ের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।
শনিবার রাতে বিষয়টি পলাশ থানা পুলিশকে জানান নির্যাতিতার পরিবার। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।
নির্যাতিতার পরিবারের অভিযোগ, ঘোড়াশাল পৌরসভার এক কমিশনারের ভাই পাপ্পু খন্দকার। ৪ থেকে ৫ দিন আগে তার গাড়ি চালকের মাসিক বেতন দেয়ার কথা ছিল। বেতনের টাকা চালক নষ্ট করে ফেলবে এই অজুহাত দেখিয়ে চালকের স্ত্রীকে নিয়ে আসতে বলেন পাপ্পু।
পরে মালিকের কথা অনুযায়ী চালক তার স্ত্রীকে নিয়ে আসেন।
ওই সময় পাপ্পু খন্দকার চালককে আটকে রেখে তার স্ত্রীকে ধর্ষণ করে বলে অভিযোগ করেন।
শুক্রবার পাপ্পু আবার চালকের স্ত্রীকে নিয়ে আসতে বলেন। এতে রাজি না হয়ে শনিবার রাতে বিষয়টি পলাশ থানা পুলিশকে জানান।
পলাশ থানার ওসি মো নাসির উদ্দিন জানায়, ধর্ষণের একটি বিষয় নিয়ে নির্যাতিতার পরিবারের লোকজন থানায় এসেছেন। তাদের কথা শোনা হচ্ছে। পরর্বতীতে অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি বাংলাদেশ/জেএস