পদ্মায় নৌকাডুবি: এখনো খোঁজ মেলেনি দুই ভাইবোনের
রাজশাহী প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১০:৫৯ ২৬ সেপ্টেম্বর ২০২০ আপডেট: ১১:০২ ২৬ সেপ্টেম্বর ২০২০

নিখোঁজ সাদিয়া ইসলাম সূচনা
পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুই ভাইবোনকে এখনো পাওয়া যায়নি। শুক্রবার বিকেল ৫টার দিকে ১৩জন যাত্রী নিয়ে রাজশাহীর পবা উপজেলার হারুপুরে ইঞ্জিনচালিত একটি ছোট নৌকা ডুবে যায়। নৌকার ১১জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হলেও ওই দুইজন নিখোঁজ রয়েছেন।
নিখোঁজদের মধ্যে সাদিয়া ইসলাম সূচনা নামে একজন আমেরিকান ইন্টারন্যাল ইউনিভার্সিটি অব বাংলাদেশর(এআইইউবি) বিবিএর ছাত্রী। অপরজন তারই চাচাতো ভাই রিমন। তারা ঢাকায় বসবাস করতো। রাজশাহীর খোলাবানা এলাকায় আত্মীয় বাড়ি বেড়াতে এসেছিলেন।
ওই দুইজনের নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক জাকির হোসেন বলেন, এখনো দুইজনের খোঁজ মিলেনি। ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান অব্যাহত রেখেছে। ডুবে যাওয়া নৌকার স্থান চিহ্নিত করে এর আশপাশে অভিযান চলছে। নৌকাটিরও সন্ধান পাওয়া যায়নি। নদীর তীব্র স্রোতের কারণে কাজ বাঁধাগ্রস্ত হচ্ছে।
ডেইলি বাংলাদেশ/জেএস