Alexa পোষা সিংহ নিয়ে ব্যস্ত সড়কে ব্যবসায়ী

ঢাকা, সোমবার   ১৬ ডিসেম্বর ২০১৯,   পৌষ ১ ১৪২৬,   ১৮ রবিউস সানি ১৪৪১

পোষা সিংহ নিয়ে ব্যস্ত সড়কে ব্যবসায়ী

 প্রকাশিত: ১৪:২২ ১৭ জুন ২০১৭  

লোকটি তার পোষা সিংহকে নিয়ে রাতের ভ্রমণে বেরিয়েছিলেন। কিন্তু কাজটি অন্যদের নিরাপত্তার জন্য ঠিক ছিল না। ফলে এই অপরাধে পাকিস্তানের করাচিতে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। করাচির দক্ষিণের বন্দর শহরের ব্যস্ত সড়কে নিজের পোষা সিংহকে গাড়িতে নিয়ে দিব্যি ঘুরে বেড়েচ্ছিলেন ওই তরুণ-ব্যবসায়ী। অনেকে ভিডিও করেও ফেসবুকে ছেড়ে দেন ভিডিওটি। আর তা ভাইরাল হয়ে যায়। ভিডিও-তে দেখা যায়, একটি পিকআপের পেছনে সিংহটি নিয়ে বসে রয়েছেন একজন। প্রাণীটির গলায় বেল্ট বাঁধা। পিকআপের সঙ্গে তাকে অবশ্য বেঁধেই রাখা হয়েছে। কিন্তু ২ কোটি মানুষের গিজগিজে ওই শহরের মধ্যে এমন হিংস নিয়ে চলা তো মোটেও স্বাভাবিক কোনো ঘটনা নয়। এ ঘটনায় ব্যবসায়ী সাকলাইন জাভেদকে আটক করা হয়েছে। সিনিয়র পুলিশ কর্মকর্তা মুকাদাস হায়দার জানান, ওই ব্যবসায়ী তার পোষা সিংহ নিয়ে একটি বাজারের আশপাশে গাড়ি চালাচ্ছিলেন। এটা মানুষের জান-মালের ক্ষতির কারণ হতে পারে। তবে জাভেদ সিংহটিকে ডাক্তার দেখিয়ে নিয়ে যাচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ। পাকিস্তানে বন্য প্রাণী পোষা নতুন কোনো ঘটনা নয়। সেখানকার ধনাঢ্য ব্যবসায়ীদের ব্যক্তিগত চিড়িয়াখানাও রয়েছে। তারা প্রায়ই পোষা বন্য প্রাণী নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন। সূত্র : এমিরেটস ডেইলি বাংলাদেশ/আইজেকে