যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে সংঘর্ষ, নিহত ৩
প্রকাশিত: ২০:১৫ ১৩ আগস্ট ২০২০ আপডেট: ০০:২১ ১৪ আগস্ট ২০২০

ছবি: ডেইলি বাংলাদেশ
যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে দুই গ্রুপের সংঘর্ষে তিন কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
নিহত কিশোরেরা হলো বগুড়ার শিবগঞ্জ উপজেলার তালিপপুর পূর্বাপাড়া গ্রামের নান্নু পরামানিকের ছেলে নাঈম হোসেন (১৭), খুলনার দৌলতপুর উপজেলার মহেশ্বরপাশা পশ্চিম সেনপাড়া গ্রামের রোকা মিয়ার ছেলে পারভেজ হাসান ওরফের রাব্বি (১৭) ও বগুড়ার শেরপুর উপজেলার মহিপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে রাসেল ওরফে সুজন (১৬)।
যশোরের এসপি মুহাম্মদ আশরাফ হোসেন জানান, দেশের বিভিন্ন জেলার ২৮০ কিশোর আদালতের মাধ্যমে কিশোর উন্নয়ন কেন্দ্রে এসেছে। তাদের মধ্যে অভ্যন্তরীণ বিরোধ রয়েছে। সেই বিরোধের জেরে সংঘর্ষ হয়েছে। এতে হতাহতের ঘটনা ঘটেছে।
শিশু উন্নয়ন কেন্দ্রের প্রশিক্ষক মুশফিক জানান, গত ৩ আগস্ট কিশোরদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়। ওই ঘটনার জেরে বিকেল সাড়ে পাঁচটার দিকে আবার সংঘর্ষ হয়। এতে অন্তত আট কিশোর আহত হয়। এর মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।
যশোর কোতোয়ালি থানার ওসি মনিরুজ্জামান কিশোর নাঈমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি কিশোর উন্নয়ন কেন্দ্রের দিকে যাচ্ছি।
ডেইলি বাংলাদেশ/এমকে