শিশু ধর্ষণচেষ্টা মামলার আসামিকে গণধোলাই
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ০২:৪৮ ১৩ এপ্রিল ২০২০

গণধোলাইয়ের শিকার আকবর
নোয়াখালীর কোম্পানীগঞ্জে শিশু ধর্ষণচেষ্টা মামলার এক আসামিকে গণধোলাই দিয়েছে স্থানীয়রা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
রোববার রাতে উপজেলার চর হাজারী ইউপির কদমতলা বাজারের স্লুইসগেট এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতার আলী আকবর একই এলাকার চাইলার বাড়ির রফিক উল্যার ছেলে।
কোম্পানীগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, ফেব্রুয়ারি মাসে স্লুইসগেট এলাকায় চকলেটের প্রলোভন দেখিয়ে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টা করেন আকবর। এ ঘটনায় তার বিরুদ্ধে শিশুটির পরিবার মামলা করেন। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন। রেববার রাতে তাকে এলাকায় দেখে গণধোলাই দেয় স্থানীয়রা। পরে খবর দিলে পুলিশ তাকে গ্রেফতার করে।
ডেইলি বাংলাদেশ/এমআর