মণিরামপুরে গণহত্যায় ব্যবহৃত মোটরসাইকেলটি জাদুঘরে
প্রকাশিত: ২১:২১ ৫ আগস্ট ২০১৯ আপডেট: ২১:২৪ ৫ আগস্ট ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ
যশোরের মণিরামপুরে গণহত্যায় রাজাকার বাহিনীর ব্যবহৃত একটি মোটরসাইকেল খুলনার ‘গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘরে’ হস্তান্তর করা হয়েছে।
সোমবার আনুষ্ঠানিকভাবে মোটরসাইকেলটি হস্তান্তর করেন মণিরামপুরের অনিল ঘোষ।
এ সময় উপস্থিত ছিলেন গণহত্যা জাদুঘর ট্রাস্টের সভাপতি অধ্যাপক মুনতাসীর মামুন, ট্রাস্টি ড. চৌধুরী শহিদ কাদের, অনীল কুমার ঘোষের ছেলে বিপ্লব কুমার ঘোষ ও দেবাশীষ কুমার ঘোষ, গণহত্যা জাদুঘর সুহৃদ সভাপতি অমল কুমার গাইন প্রমুখ।
গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘরের পরিচালক (প্রশাসন) ড. চৌধুরী শহিদ কাদের জানান, মহান মুক্তিযুদ্ধ চলার সময় রাজাকার বাহিনী মণিরামপুরের গিরিন্দ্রনাথ ঘোষের বাড়িটি দখল করে রাজাকার ক্যাম্প ও নির্যাতন কেন্দ্র স্থাপন করে। এ কেন্দ্র থেকেই একাত্তরের বিভিন্ন সময়ে গণহত্যা চালায়।
সে দখল করা বাড়িতে থাকা গিরিন্দ্রনাথ ঘোষের ছেলে অনীল কুমার ঘোষের ব্যবহৃত একটি মোটরসাইকেল রাজাকার বাহিনী গণহত্যা-নির্যাতনে ব্যবহার করে। মণিরামপুর ও এর আশপাশের এলাকায় গণহত্যা চালায় এবং বিভিন্ন জায়গা থেকে মানুষকে তুলে নিয়ে আসার কাজে রাজাকার বাহিনী মোটরসাইকেলটি ব্যবহার করতো।
একাত্তরের গণহত্যা-নির্যাতনের স্মৃতিচিহ্ন স্বরূপ মোটরসাইকেলটি গণহত্যা জাদুঘরে হস্তান্তর করা হয়েছে। এ জাদুঘরে ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সংঘটিত গণহত্যার বহু দুর্লভ নিদর্শন, ছবি ও দলিল সংরক্ষিত আছে।
ডেইলি বাংলাদেশ/এমআর