সাতদিন পর দুজনের মৃত্যু, শনাক্ত ৩৬
নিজস্ব প্রতিবেদক
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১৬:৪৫ ১৮ এপ্রিল ২০২২ আপডেট: ১৭:৫৮ ১৮ এপ্রিল ২০২২

ছবি: সংগৃহীত
গত মঙ্গলবার থেকে আজ সোমবার পর্যন্ত টানা সাতদিন পর দেশে করোনায় দুইজনের মৃত্যু হলো। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৩৬ জন। শনাক্তের হার দশমিক ৬৭ শতাংশ।
সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন দুইজন নিয়ে দেশে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২৯ হাজার ১২৬ জন। আর মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৩৬২ জনে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৫৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯১ হাজার ১৯৭ জন।
২৪ ঘণ্টায় ৫ হাজার ৪৫৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৫ হাজার ৪০৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দশমিক ৬৭ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ০১ শতাংশ।
ডেইলি বাংলাদেশ/আরএইচ