করোনা কেড়ে নিল চিকিৎসকের প্রাণ
প্রকাশিত: ১২:৫৭ ২৯ জানুয়ারি ২০২২

ফাইল ছবি
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে জাহেদুল ইসলাম নামে ৬১ বছর বয়সী অবসরপ্রাপ্ত এক চিকিৎসকের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুর ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেন ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন। তিনি সদর উপজেলার বাসিন্দা ছিলেন।
ডা. মহিউদ্দিন খান মুন বলেন, ১৭ জানুয়ারি মমেকের করোনা ইউনিটে ভর্তি হন ডা. জাহিদুল ইসলাম। পরে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানেই শুক্রবার রাতে তিনি মারা যান। তিনি করোনার প্রথম ডোজ টিকা নিয়েছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।
ডা. জাহেদুল ইসলাম স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক ছিলেন। এর আগে তিনি টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন। তিনি মমেকের সাবেক ছাত্র ছিলেন।
এদিকে, ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এছাড়া হাসপাতালের পিসিআর ল্যাব ও এন্টিজেন টেস্টে একদিনে আরো ১৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
অপরদিকে, মমেক করোনা ইউনিটে নতুন করে ১০ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে মমেকের করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৬ জনে। এর মধ্যে করোনা পজিটিভ রোগী ৪৮ জন। এছাড়া বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ছয়জন।
ডেইলি বাংলাদেশ/এমআর