মমেক হাসপাতালে আরো চারজনের মৃত্যু
প্রকাশিত: ১০:৪৪ ২৮ জানুয়ারি ২০২২

ফাইল ছবি
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় একজন ও উপসর্গ নিয়ে তিনজন মারা গেছেন।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন মমেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।
তিনি জানান, করোনায় আক্রান্ত হয়ে ময়মনসিংহ সদর উপজেলার ৮৫ বছর বয়সী ফজিলা খাতুন মারা যান। এছাড়া করোনার উপসর্গ নিয়ে ময়মনসিংহ সদরের আবুল হাশিম, মো. আলম ও তারাকান্দা উপজেলার আবুল হোসেন মারা যান।
ডা. মহিউদ্দিন খান মুন আরো জানান, ইউনিটটিতে নতুন করে ২৩ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে মমেকের করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৯ জনে। এর মধ্যে করোনা পজিটিভ রোগী ৪৬ জন। বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন সাতজন। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন।
জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, হাসপাতালে পিসিআর ল্যাব ও এন্টিজেন টেস্টে একদিনে আরো ২২৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
ডেইলি বাংলাদেশ/এমআর