চট্টগ্রামে বেড়েই চলেছে শনাক্ত, এক সপ্তাহে ৬ হাজার ছাড়াল
প্রকাশিত: ১৪:১৫ ২৩ জানুয়ারি ২০২২ আপডেট: ১৪:১৭ ২৩ জানুয়ারি ২০২২

ফাইল ছবি
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় এক হাজার ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এ সময়ে মৃত্যু হয়নি কারো। রোববার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিকেল কলেজ, ইমপেরিয়াল হাসপাতাল, শেভরন ল্যাব, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, আরটিএল, মেডিকেল সেন্টার হাসপাতাল, ইপিক হেলথ কেয়ার ও ল্যাব এইডে দুই হাজার ৬৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে এক হাজার ২৬ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।
পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ৩৮ দশমিক ৬৪ শতাংশ। যা আগের ২৪ ঘণ্টায় ছিল ২৯ দশমিক শূন্য পাঁচ শতাংশ। আক্রান্তদের মধ্যে নগরীর ৮২২ জন, আনোয়ারার ৩০ জন, রাউজানের ২৭ জন, হাটহাজারীর ১৯ জন, বোয়ালখালীর ১৭ জন, সাতকানিয়ার ১৫ জন, মিরসরাইয়ের ১৫ জন, সীতাকুণ্ডের ১৪ জন, রাঙ্গুনিয়ার ১৩ জন, ফটিকছড়ির ১৩ জন, লোহাগাড়ার ১১ জন, পটিয়ার ১১ জন, চন্দনাইশের আটজন, বাঁশখালীর সাতজন ও সন্দ্বীপের চারজন রয়েছেন।
এর আগে, শনিবার ৭০৪ জন, শুক্রবার ১০১৭, বৃহস্পতিবার ৯৩০, বুধবার ৯৮৯, মঙ্গলবার ৭৩৮ ও সোমবার ৭৪২ জনের করোনা শনাক্তের খবর জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়। অর্থ্যাৎ, এক সপ্তায় জেলায় শনাক্ত হয়েছেন ছয় হাজার ১৪৬ জন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, নগরীতে ৮১ হাজার ১৮৪ জন ও উপজেলা পর্যায়ে ২৯ হাজার ৯৩৯ জন নিয়ে চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ১১ হাজার ১২৩ জন। এছাড়া মারা গেছেন এক হাজার ৩৪৩ জন। এর মধ্যে নগরীর ৭২৮ জন ও উপজেলার ৬১৫ জন রয়েছেন।
২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।
ডেইলি বাংলাদেশ/এমআর