বগুড়ায় ৮ মাসে সর্বোচ্চ করোনা শনাক্ত
প্রকাশিত: ১৩:৫৯ ১৯ জানুয়ারি ২০২২ আপডেট: ১৪:১৬ ১৯ জানুয়ারি ২০২২

সিভিল সার্জন কার্যালয়, বগুড়া
বগুড়ায় দিনদিন করোনা সংক্রমণ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ২৩৮টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন ৯৪ জন। যা গত ৮ মাসের মধ্যে সর্বোচ্চ। নমুনা পরীক্ষার ফলাফলে শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৩৯ দশমিক ৭১।
বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ-উল-হক।
তিনি জানান, স্বাস্ব্য অধিদফতর দেশের যে ১২ জেলাকে করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করেছে তার মধ্যে বগুড়া রয়েছে। সবাইকে সতর্ক থাকতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হব। মাস্ক ছাড়া বের হওয়া যাবে না। জনসমাগম থেকে নিজেকে সুরক্ষিত রাখতে হবে। যারা এখনো করোনার টিকা নেয়নি, তাদের দ্রুত টিকা নিতে হবে।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত জেলায় করোনা বা উপসর্গে কারো মৃত্যু হয়নি। এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৭৯৬, যার মধ্যে ৬৮৮ জনই বগুড়া জেলার বাসিন্দা।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় বগুড়ায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮ জন। বর্তমানে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ৫৪ জন। তাদের মধ্যে শজিমেক হাসপাতালে ৩২, মোহাম্মদ আলী হাসপাতালে ১৩ ও টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে আছেন ৯ জন।
ডেইলি বাংলাদেশ/এআর