করোনায় আরো পাঁচজনের মৃত্যু, শনাক্ত ৪২৮
প্রকাশিত: ১৫:৪৭ ২৪ ফেব্রুয়ারি ২০২১ আপডেট: ১৫:৫১ ২৪ ফেব্রুয়ারি ২০২১

ফাইল ছবি
করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে ৪২৮ জন। বুধবার বিকেলে নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দেশে করোনা সংক্রমণ শুরুর পর এ পর্যন্ত মোট ৮ হাজার ৩৭৯ জন প্রাণ হারিয়েছেন। গত ২৪ ঘণ্টায় আরো ৪২৮ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় দেশে করোনা রোগীর সংখ্যা বেড়ে ৫ লাখ ৪৪ হাজার ৫৪৪ জনে দাঁড়িয়েছে।
স্বাস্থ্য অধিদফদতরের হিসাবে গত ২৪ ঘণ্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন ৯১১ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৯৩ হাজার ৭৯৮ জন হয়েছে।
দেশে করোনার প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছর ৮ মার্চ। গত ১৪ জানুয়ারি তা সোয়া ৫ লাখ পেরিয়ে যায়। এর মধ্যে গত বছরের ২ জুলাই ৪ হাজার ১৯ জন করোনা রোগী শনাক্ত হয়, যা একদিনে সর্বোচ্চ শনাক্ত।
গত বছরের ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর। এ বছর ২৩ জানুয়ারি সেটা আট হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে গত বছরের ৩০ জুন একদিনেই ৬৪ জন মারা যায়, যা একদিনের সর্বোচ্চ মৃত্যু।
ডেইলি বাংলাদেশ/আরএইচ