দেশে একদিনের ব্যবধানে করোনায় দ্বিগুণ মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১৭:০৩ ২১ জানুয়ারি ২০২১ আপডেট: ১৭:১৫ ২১ জানুয়ারি ২০২১

ফাইল ছবি
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৯৬৬ জনে। গতকাল মৃত্যু হয়েছিল ৮ জনের, যা গত আট মাসের সর্বনিম্ন ছিল।
বৃহস্পতিবার বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরো ৫৮৪ জনের দেহে। শনাক্তের এই সংখ্যা গত নয় মাসের সর্বনিম্ন। এখন পর্যন্ত দেশে মোট করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হলো ৫ লাখ ৩০ হাজার ২৭১ জন। এদিকে গতকাল ভাইরাসটিতে আক্রান্ত হয়েছিল ৬৫৬ জন।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী গত ৮ মার্চ শনাক্ত হয়। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
ডেইলি বাংলাদেশ/এমকেএ