২য় পর্ব
টাকার নোটের সচিত্র ইতিহাস
প্রকাশিত: ১৪:০৯ ৩ নভেম্বর ২০২০ আপডেট: ১৪:১০ ৩ নভেম্বর ২০২০

ছবি: দেশের প্রচলিত যত কাগজের নোট
টাকা হল বাংলাদেশের মুদ্রা। বাংলাদেশের জন্ম ১৯৭১ সালে হলেও এর শুরুটা ছিল ১৯৪৭ সালে পূর্ব পাকিস্তান হিসেবে। তখন দেশে পাকিস্তান রুপির প্রচলন ছিল, যেটিকে কাগজে–কলমে টাকাও বলা হতো।
মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের বিরুদ্ধে বাঙালি জাতীয়তাবাদীরা বেসরকারিভাবে পাকিস্তানি টাকার একপাশে 'বাংলা দেশ' এবং অপর পাশে 'Bangla Desh'লেখা রাবার স্ট্যাম্প ব্যবহার করতেন।
১৯৭১ সালের ৮ জুন পাকিস্তান সরকার এই রাবার স্ট্যাম্পযুক্ত টাকাকে অবৈধ এবং মূল্যহীন ঘোষণা করে। এরপর ১৯৭৩ সালের ৩ মার্চ পর্যন্ত অবশ্য এই টাকা সারাদেশে চালুছিল। বাংলাদেশ ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর স্বাধীনতা লাভের পর নতুন মুদ্রা প্রচলনের ঘোষণা দেয়া হয়।
সে সময় পাকিস্তানি ১, ৫ এবং ১০ রূপি ব্যবহৃত হয় যা পরের দিকে সরকার বাতিল করে দেয়। পরবর্তীতে ১৯৭২ সালের ৪ঠা মার্চ প্রথম নোট চালু হয়। প্রথমে ১, ৫, ১০ এবং ১০০ টাকার নোট ছাপা হয়।
আরো পড়ুন: টাকার নোটের সচিত্র ইতিহাস ১ম পর্ব
তবে চলুন বাংলাদেশ এখন পর্যন্ত যতগুলো নোট এবং কয়েন বাজারে ছাড়া হয়েছে তার সচিত্র ইতিহাস তুলে ধরা হল। আজ থাকছে দ্বিতীয় পর্ব। এর আগের পর্বে আপনার জানিয়েছিলাম ১, ২ এবং ৫ টাকার নোট এবং কয়েনের ইতিহাস। চলুন আজ আরো কয়েকটি কাগজের এবং কয়েনের পরিবর্তন এবং সংরক্ষণের ইতিহাস জানব-
দশ টাকা
১৯৭২ সালের ৪ঠা মার্চ প্রথম ১০ টাকার নোট ইস্যু করা হয়। এর সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ছবি। তবে বর্তমানে এই নোটটি অপ্রচলিত।
পরবর্তীতে ১৯৭২ সালের ২রা জুন এবং ১৯৭৩ সালের ১৫ই অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ছবি ও পেছনে নদীমার্তৃক এলাকার চিত্র যোগ করা হয়েছে। তবে এই নোটটি এখন অপ্রচলিত।
১৯৭৩ সালের ১৫ অক্টোবর ইস্যুকৃত দশ টাকার নোটের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ছবি ও পেছনে কিষানের ধান কাটার ছবি। এই নোটটিও বর্তমানে অপ্রচলিত।
পরবর্তীতে ১৯৭৮ সালের ৩রা আগস্ট এবং ১৯৮২ সালের ৩রা সেপ্টেম্বর “আতিয়া জামে মসজিদ”এর ছবি সম্বলিত ভিন্ন দুটি নোট ইস্যু হয়।
১৯৯৭ সালের ১১ই ডিসেম্বর “লালবাগ কেল্লা মসজিদ”-এর ছবি সম্বলিত নোট ইস্যু হয়।
২০০০ সালের ১৪ই ডিসেম্বর অস্ট্রেলিয়া থেকে ১০ টাকার পলিমার নোট তৈরী করে আনা হয়। যা বাংলাদেশের জন্য ব্যবহারের অনুপযোগী।
এরপর ২০০২ সালের ৭ই জানুয়ারী ১০ টাকার আরেকটি নোট ইস্যু হয়। সর্বশেষ ২০০৬ সালের ২১ই সেপ্টেম্বর নিরাপত্তা উপাদান বাড়িয়ে পুনরায় আগের নোটটি ইস্যু হয়।
বিশ টাকা
১৯৭৯ সালের ২০ই আগস্ট প্রথম ২০ টাকার নোট ইস্যু হয়। পরবর্তীতে হলগ্রাফিক নিরাপত্তা সংযুক্ত করে ২০০২ সালের ১৩ ই জুলাই পুনরায় আগের নোটটি ইস্যু হয়।
পঞ্চাশ টাকা
১৯৭৬ সালের ১লা মার্চ প্রথম ৫০ টাকার নোট ইস্যু হয়।
১৯৭৯ সালের ৪ঠা “তারা মসজিদ”-এর পরিবর্তে “ষাট গুম্বুজ মসজিদ”-এর ছবি সম্বলিত নোট ইস্যু হয়।
১৯৮৭ সালের ২৪ই আগস্ট প্রথমবারের মত “স্মৃতিসৌধ”-এর ছবি সম্বলিত নোট ইস্যু হয়।
এরপর ১৯৯৯ সালের ২২ই আগস্ট এবং ঈষৎ পরিবর্তন করে ২০০৩ সালের ১২ই মে একই নোট ইস্যু হয়।
একশ টাকা
১৯৭২ সালের ৪ঠা মার্চ প্রথম ১০০ টাকার নোট ইস্যু হয়।
১৯৭২ সালের ১লা সেপ্টেম্বর “বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান” – এর ছবি সম্বলিত এবং ১৯৭৬ সালের ১লা মার্চ “তারা মসজিদ”-এর ছবি সম্বলিত দু’টি একই ডিজাইনের নোট ইস্যু হয়।
১৯৭৭ সালের ১৫ই ডিসেম্বর সম্পূর্ণ নতুন ডিজাইনের ১০০ টাকার নোট ইস্যু হয়।
২০০১ সালের ১৫ই মার্চ optical variable ink (ovi) ব্যবহার করে নোট ইস্যু হয়।
২০০২ সালের ৫ই জুন “স্মৃতিসৌধ”-এর ছবি সম্বলিত নোট ইস্যু হয়।
২০০৫ সালের ২৮শে জুলাই পূর্বের ১০০টাকার “100” শব্দটিকে সোনালী রঙে পরিবর্তন করা হয়।
দেশের আরও নোটের সচিত্র ইতিহাস জানতে ডেইলি বাংলাদেশের সঙ্গেই থাকুন। পরবর্তী পর্বগুলোতে থাকছে দেশের বাকি নোটগুলোর ইতিহাস।
ডেইলি বাংলাদেশ/কেএসকে