আবারো বিশ্ব দাবা সংস্থার প্রেসিডেন্ট শাহাব উদ্দিন
প্রকাশিত: ২২:২৪ ৬ আগস্ট ২০২২

ছবি: সংগৃহীত
বাংলাদেশ দাবার জন্য সুখবর, সৈয়দ শাহাব উদ্দিন বিশ্ব দাবা সংস্থার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তিনি বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক।
শুক্রবার ভারতের চেন্নাইয়ের হোটেল লিলা প্যালেসে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিশ্ব দাবা সংস্থার সব কংগ্রেস কর্মকর্তাদের অংশগ্রহণ ছিল। সেখানেই সৈয়দ শাহাব উদ্দিনকে প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়।
২০২২ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত শাহাব উদ্দিন বিশ্ব দাবা সংস্থার জোন ৩.২- এর জন্য এই দায়িত্ব পেয়েছেন।
শাহাব উদ্দিন এর আগেও বিশ্ব দাবা সংস্থার জোন ৩.২- এর প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। প্রথম মেয়াদে ২০১৮ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন তিনি।
প্রসঙ্গত, বিশ্ব দাবা সংস্থা জোন ৩.২- এর মধ্যে অন্তর্ভুক্ত দেশগুলো হলো- বাংলাদেশ, ভুটান, নেপাল, মালদ্বীপ, পাকিস্তান ও শ্রীলংকা।
ডেইলি বাংলাদেশ/এসএল