সাউন্ডবক্স চালু করতে গিয়ে প্রাণ গেল কিশোরের
সিরাজগঞ্জ প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ২২:০৭ ৬ আগস্ট ২০২২ আপডেট: ২২:০৯ ৬ আগস্ট ২০২২

প্রতীকী ছবি
সিরাজগঞ্জের শাহজাদপুরে সাউন্ডবক্সে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাকিল শেখ নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শাকিল শেখ একই গ্রামের হাসেম আলী শেখের ছেলে।
শাহজাদপুর থানার এসআই মো. রঞ্জু বলেন, শনিবার দুপুরে বিয়ে বাড়িতে সাউন্ডবক্স বাজানোর জন্য বিদ্যুৎ সংযোগ দিতে যায় শাকিল। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় সে। পরে স্বজনরা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডেইলি বাংলাদেশ/এইচএন