সাভারে পোশাক কারখানার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
সাভার (ঢাকা) প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ২১:৫১ ৬ আগস্ট ২০২২

ছবি: সংগৃহীত
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার এক্সেসরিজ গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এসেছে।
শনিবার বিকেলে সাড়ে ৫টার দিকে আগুন লাগার এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে। এর আগে, বিকেল সাড়ে ৪টার দিকে আশুলিয়ার টংগাবাড়ী এলাকার গ্রিন লাইন লিমিটেড কারখানার একটি গোডাউনে আগুন লাগে।
স্থানীয়রা জানান, বিকেল ৪টার দিকে গ্রিন লাইন লিমিটেড কারখানায় ধোঁয়া ও আগুন দেখা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস স্টেশন অফিসার জহিরুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর তিনটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আরো একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
ডেইলি বাংলাদেশ/এইচএন