‘শত্রু’ দেশের বিনিয়োগকারীদের ওপর নিষেধাজ্ঞা দিল রাশিয়া
প্রকাশিত: ২০:৩৯ ৬ আগস্ট ২০২২

ভ্লাদিমির পুতিন- ফাইল ফটো
পশ্চিমাদের নিষেধাজ্ঞা তোলার চাপ সৃষ্টির লক্ষ্যে শত্রুভাবাপন্ন দেশগুলোর বিনিয়োগকারীদের প্রধান জ্বালানি প্রকল্প ও ব্যাংকের শেয়ার বিক্রির ওপর বিধিনিষেধ আরোপ করেছে রাশিয়া।
গত ফেব্রুয়ারির শেষের দিকে ইউক্রেনে সেনাবাহিনী পাঠানোর পর রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করে জাপানসহ পশ্চিমা দেশ ও তাদের মিত্র।
প্রতিশোধের অংশ হিসেবে পশ্চিমা ও তাদের মিত্রদের ব্যবসাগুলোকে রাশিয়া ছাড়তে বাধা দিচ্ছে মস্কো। এমনকি তাদের সম্পদ বাজেয়াপ্ত করছে রাশিয়া।
শনিবার ভ্লাদিমির পুতিনের জারি করা আদেশ প্রকাশ করা হয়েছে। সেই আদেশে অতিসত্বর রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা সমর্থন করা দেশগুলোর বিনিয়োগকারীদের উৎপাদন ভাগাভাগি চুক্তি (পিএসএ), ব্যাংক, কৌশলগত সংস্থা, জ্বালানি সরঞ্জাম উত্পাদনকারী সংস্থাগুলো, অন্যান্য প্রকল্প, তেল ও গ্যাস উৎপাদন থেকে কয়লা এবং নিকেলের মতো সম্পদ বিক্রি করতে নিষেধাজ্ঞা দেওয়া হলো।
তবে চুক্তি এগিয়ে যাওয়ার জন্য পুতিন কিছু ক্ষেত্রে বিশেষ ছাড় দিতে পারেন। তবে আদেশে বলা হয়েছে, ক্রেমলিনের অনুমোদনের জন্য সেই ব্যাংকগুলোর একটি তালিকা করা উচিত রাশিয়া সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের।
ডেইলি বাংলাদেশ/এমকেএ