১৯ ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেছে ইসরায়েল
প্রকাশিত: ১৯:৩২ ৬ আগস্ট ২০২২

ছবি: সংগৃহীত
ফিলিস্তিনের গাজার পশ্চিম তীরে বিমান হামলার সময় সন্দেহভাজন ইসলামিক গ্রুপের ১৯ জন ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেছে দখলদার ইসরায়েল।- খবর বিবিসির।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, গতকাল ইসরায়েলের বিমান হামলায় ১১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে একজন শিশু ও একজন কমান্ডার নিহত হন। কমান্ডারের নাম তাইসির জাবারি।
ইসরায়েল দাবি করছে, কথিত ইসলামিক গ্রুপ থেকে হুমকির জবাবে এ হামলা করা হয়েছে।
ইসরায়েলের সেনাবাহিনী দাবি করছে, গতকাল সারারাত গাজা থেকে ইসরায়েলের ওুপর রকেট হামলা চালানো হয়েছে। তবে সেগুলোতে প্রতিরোধ করতে সক্ষম হয়েছে ইসরায়েল।
এক বছরের বেশি সময় ধরে ইসরায়েল ও গাজার মধ্যে ছড়িয়ে পড়া উত্তেজনার চেয়ে দুদিন সহিংসতা বেশি হয়েছে।
এর আগে, ২০২১ সালের মে মাসের ১১ দিনের যুদ্ধে ২০০ ফিলিস্তিনি ও ১২ জন ইসরায়েলি নিহত হন। এরপর যুদ্ধবিরতি হয়।
ইসরায়েলের সেনাবাহিনী হুমকি দিচ্ছে যে, অভিযান এক সপ্তাহ চলতে পারে।
শনিবার ইসরায়েলের শহরগুলোতে রকেট বা ক্ষেপণাস্ত্র আসার সংকেত হিসেবে সাইরেন বাজানো হচ্ছে। এর মধ্যে ইসরায়েল গাজাতে বিমান হামলা পরিচালনা করছে। ইসরায়েল বলছে, তারা কথিত জঙ্গি গোষ্ঠীকে লক্ষ্য করে হামলা পরিচালন করছে।
এদিকে, আজ ইসরায়েলের হামলায় গাজার দক্ষিণ অংশে খান ইউনুস নামের আরেকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
গাজার সবচেয়ে বড় যোদ্ধা গোষ্ঠী এখনো কোনো হামলা পরিচালনা করছে বলে মনে হচ্ছে না। যার ফলে হামাসকে লক্ষ্য করে ইসরায়েল কোনো হামলা করেনি বলে জানা গেছে।
শুক্রবার রাতে এক বিবৃতিতে হামাস বলেছে, মাতৃভূমিকে রক্ষাকারী দলগুলো ঐক্যবদ্ধ।
ডেইলি বাংলাদেশ/এমকেএ