মৌসুমের প্রথম ম্যাচে এমবাপ্পেকে হারাল পিএসজি
প্রকাশিত: ১৯:১৮ ৬ আগস্ট ২০২২

ছবি: সংগৃহীত
মৌসুম শুরুর আগেই বড় ধাক্কা খেল পিএসজি। পেশির ইনজুরির কারণে ক্লারমেন্টের বিপক্ষে প্রথম ম্যাচে খেলতে পারবেন না তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে।
শনিবার দিবাগত রাতে তাকে ছাড়াই ক্লারমেন্টের বিপক্ষে মাঠে নামবে প্যারিসের জায়ান্টরা। এক বিবৃতিতে পিএসজির পক্ষ থেকে জানানো হয় আগামী ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবেন এমবাপ্পে।
কদিন আগে ফরাসি সুপার কাপে নঁতেকে ৪-০ গোলের বড় ব্যবধানে বিধ্বস্ত করেছে মেসি-নেইমাররা। আর তাতে পিএসজি জিতে নিয়েছে ১১তম সুপার কাপ শিরোপা।
ইসরাইলের তেল আবিবে প্যারিসিয়ানদের হয়ে জোড়া গোল করেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। একটি করে গোল করেন লিওনেল মেসি ও সার্জিও রামোস।
এর আগে গত বছর লিলের বিপক্ষে হেরে সুপার কাপের শিরোপা হাত ছাড়া করে পিএসজি। সেবার লিলের কোচের দায়িত্বে ছিলেন ক্রিস্টোফ গালতিয়ের।
এবার তার অধীনেই শিরোপা পুনরুদ্ধার করল মেসি-নেইমাররা।
ডেইলি বাংলাদেশ/এসএল