সারাদেশে ডাকঘর ডিজিটাল করা হবে: টেলিযোগাযোগমন্ত্রী
প্রকাশিত: ১৮:৫৯ ৬ আগস্ট ২০২২ আপডেট: ১৬:১৪ ৭ আগস্ট ২০২২

ডাক ও টেলি যোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার মাদারীপুরের রাজৈর উপজেলা সদরে পুনর্নির্মিত ডাকঘর ভবন পরিদর্শন করেন- ছবি: ডেইলি বাংলাদেশ
ডাক ও টেলি যোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, গ্রাহকের দোর গোড়ায় প্রযুক্তিগত ও আধুনিক সেবা দেওয়ার লক্ষ্যে সারাদেশের ডাক ঘরগুলোকে ডিজিটাল করা হবে।
শনিবার দুপুরে মাদারীপুরের রাজৈর উপজেলা সদরে প্রায় ৭৭ লাখ টাকা ব্যয়ে পুনর্নির্মিত ডাকঘর ভবন পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি।
ডাকঘর বাংলাদেশের শ্রেষ্ঠ সম্পদ উল্লেখ করে মন্ত্রী বলেন, ডাক ঘরগুলোর আমূল পরিবর্তন করা হবে।ডিজিটাল ডাক সেবা চালু হলে কারো কোনো অভিযোগ থাকবে না।
এ সময় উপস্থিত ছিলেন- মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করীম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মো. আনিসুজ্জামান প্রমুখ।
ডেইলি বাংলাদেশ/আরএইচ