বিএনপির ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে: পানিসম্পদ উপমন্ত্রী
প্রকাশিত: ১৮:৪৯ ৬ আগস্ট ২০২২ আপডেট: ১৬:২৩ ৭ আগস্ট ২০২২

পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম- ফাইল ফটো
রাজপথে থেকেই বিএনপির ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে মন্তব্য করেছেন পানিসম্পদ উপমন্ত্রী একে এম এনামুল হক শামীম।
শনিবার দুপুরে শরীয়তপুরের নড়িয়ার মাতৃছায়ায় উপজেলা যুবলীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
পানিসম্পদ উপমন্ত্রী বলেন, ক্ষমতালিপ্সু বিএনপি হত্যা-ক্যু-ষড়যন্ত্রের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই তারা দেশ ও জাতির অকল্যাণে লিপ্ত। বিএনপির এই অপরাজনীতির কারণে বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কৃতি বারবার বাধাগ্রস্ত হয়েছে।
তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সম্মান ও সফলতা এনে দিয়েছেন। এ অর্জনকে রক্ষার দায়িত্ব যুব সমাজের। যুব সমাজ আমাদের সবচেয়ে বড় শক্তি। কেননা যুবলীগ শক্তি, মেধা ও দক্ষতা দ্বারা বলিয়ান।
নড়িয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক নাসির সরদারের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল মীর মালতের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের সভাপতি এমএম জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক নুহুন মাদবর।
ডেইলি বাংলাদেশ/আরএইচ