ইসরায়েলে ৬০টি রকেট হামলা চালানোর দাবি আল কুদসের
আন্তর্জাতিক ডেস্ক
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১৮:৩৪ ৬ আগস্ট ২০২২

তেল আবিব- ছবি: সংগৃহীত
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলার জবাবে ইসরায়েলের কয়েকটি শহর ও সামরিক আস্তানায় ৬০টি রকেট হামলা চালানোর দাবি করেছে ইসলামি জিহাদ আন্দোলনের সামরিক শাখা।- খবর আল জাজিরা।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের শহরগুলো ও সামরিক আস্তানাগুলোতে অসংখ্যা রকেট ও মর্টারের আঘাত করেছে ইসলামি জিহাদ আন্দোলনের সামরিক শাখা।
গ্রুপটি টেলিগ্রামে জানায়, গাজায় ইসরায়েলের বোমা হামলার জবাবে ইসরায়েলের তেল আবিব, বেন গুরিয়ান বিমানবন্দর , আশদদ বেরসেবা, নেটিভট এবং ডেরতে ৬০ ক্ষেপণান্ত্র ছুড়েছে আল কুদস ব্রিগেড।
আল কুদস তাদের এ হামলাকে ‘ঐক্যের মাঠ’ হিসেবে অভিহিত করছে।
ডেইলি বাংলাদেশ/এমকেএ