সমুদ্রে জলকেলি সুস্মিতার, ছবিতে স্পেশাল কমেন্ট ললিতের, প্রেম জমে ক্ষীর!
প্রকাশিত: ১৮:১৬ ৬ আগস্ট ২০২২ আপডেট: ১৮:৪৫ ৬ আগস্ট ২০২২

সুস্মিতা সেন এবং ললিত মোদি
নিজের প্রেমিকা হিসেবে সাবেক মিস ইন্ডিয়া এবং বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনকে পরিচয় করিয়ে দেন ভারতের ব্যবসায়ী ললিত মোদি। এরপরেই শুরু হয় তাদের নিয়ে আলোচনা নানা মহলে। কিন্তু এ বিষয়ে সুস্মিতার ভাই এবং বাবা গণমাধ্যমে বক্তব্য দিলেও চুপ আছেন অভিনেত্রী।
তবে সুস্মিতার প্রতি প্রেম নিয়ে ললিত মোদি যে একেবারে বিন্দাস, তার প্রমাণ আবরো পাওয়া গেল। প্রকাশ্যেই সুস্মিতার রূপের প্রশংসা করলেন ললিত!
গল্পটা হল, সুস্মিতা সেন তার ইনস্টাগ্রামে একটি ভিডিও আপলোড করেছেন। যেখানে তাকে নীল সমুদ্রের জলে ডুব দিতে দেখা গিয়েছে। সেই ভিডিও দেখেই প্রেমে হাবুডুবু ললিত মোদি। ভিডিও দেখে মন্তব্য বক্সে ললিত মোদি লেখেন, ‘হট’! আর এতেই আবারো আলোচনায় চলে আসেন বিয়ে না হওয়া এই যুগল।
আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদির সঙ্গে সম্পর্কের খবর প্রকাশ্যে আসার পর নেটদুনিয়ার একাংশের কটাক্ষের শিকার সুস্মিতা সেন। সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে নিন্দুকদের একহাত নিলেন প্রাক্তন ব্রহ্মাণ্ড সুন্দরী।
ডেইলি বাংলাদেশ/টিএএস