২৪ ঘণ্টায় হাসপাতালে ৭৭ ডেঙ্গুরোগী ভর্তি
নিজস্ব প্রতিবেদক
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১৮:১২ ৬ আগস্ট ২০২২

ফাইল ছবি
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৭৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের সবাই ঢাকার।
শনিবার স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে।
চলতি বছর দেশে মোট ৩ হাজার ৯৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হলেন। এখন পর্যন্ত চলতি বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪ জন।
রোগীদের মধ্যে ৩৮০ জন এখনও চিকিৎসাধীন। তাদের মধ্যে ৭৪ জন ঢাকার বাইরে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত মোট ২ হাজার ৭০৩ জন রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
ডেইলি বাংলাদেশ/আরএইচ