মেহেরপুরে পুলিশি অভিযানে গ্রেফতার ১৩
প্রকাশিত: ১৫:১৩ ৬ আগস্ট ২০২২

ছবি: ডেইলি বাংলাদেশ
মেহেরপুরে গত ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ১৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৫ আগস্ট) সকাল থেকে শনিবার ভোররাত পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব আসামিকে গ্রেফতার করা হয়।
এদের মধ্যে নিয়মিত মামলার ৪ আসামি, আদালতের পরোয়ানাভুক্ত জিআর মামলার ৩ জন ও সিআর মামলার ৬ জন আসামি রয়েছেন।
জানা গেছে, গাংনী থানা পুলিশের অভিযানে জিআর মামলায় ২ জন, নিয়মিত মামলার ১ জন, সদর থানা পুলিশের অভিযানে আদালতের পরোয়ানাভুক্ত জিআর মামলায় ৪ জন, সিআর মামলায় ১ জন ও নিয়মিত মামলায় ৪ জন এবং মুজিবনগর থানা পুলিশের অভিযানে সিআর মামলার ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে, গত ২ ঘণ্টায় মেহেরপুর সদর থানায় ৩টি ও গাংনী থানায় ১টি মামলা এফআইআর করা হয়েছে।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক, সদর থানার ওসি মেজবাহ উদ্দীন আহম্মেদ ও মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেলের নেতৃত্বে পুলিশের পৃথক ইউনিট এই গ্রেফতার অভিযানে অংশ নেয়। গ্রেফতারদের শনিবার সকালে আদালতের মাধ্যমে মেহেরপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
ডেইলি বাংলাদেশ/আরএম