অগ্নিকাণ্ডে পুড়ল গবাদি পশু-ঘর, শোকে প্রাণ গেল বৃদ্ধার
প্রকাশিত: ১৪:৪৯ ৬ আগস্ট ২০২২ আপডেট: ১৫:৩২ ৬ আগস্ট ২০২২

অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ঘর- ছবি: ডেইলি বাংলাদেশ
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় অগ্নিকাণ্ডে গবাদি পশুসহ সাতটি ঘর পুড়ে গেছে। এ ঘটনায় শোকে সালিয়া বেগম নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
শনিবার সকাল ৭টার দিকে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন মোল্লা জানান, অগ্নিকাণ্ডে শহিদুল মল্লিক, জামাল মল্লিক, ইসলাম মল্লিক ও রাবেয়া বেগমের বসতঘর ও গোয়াল ঘরসহ সাতটি ঘর পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি দেখে জামাল মল্লিকের মা সালিনা বেগম অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে স্থানীয় একটি মেডিকেল সেন্টারে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হরিরামপুর উপজেলা ফায়ার সার্ভিসের লিডার শফিকুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠানো হয়। তারা ৫৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে গবাদি পশুসহ সাতটি টিনের ঘর পুড়ে যায়।
ডেইলি বাংলাদেশ/এইচএন