ছেলেকে ডেকেও পেলেন না, জানালা দিয়ে যা দেখল মা
প্রকাশিত: ১৩:২১ ৬ আগস্ট ২০২২

ফাইল ছবি
ময়মনসিংহের নান্দাইলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বাবু নামে এক যুবক।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। বাবু উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের খামারগাঁও এলাকার আবুল কাসেমের পুত্র।
স্থানীয়রা জানায়, বাবু খুবই শান্ত স্বভাবের ছেলে। তিনি ছোট সময় থেকেই মানসিক সমস্যায় ভুগছিলেন। সন্ধ্যায় তার মা রান্নার কাজ করছিলেন। রান্না শেষে ছেলেকে ডেকেও কোনো সাড়া না পাচ্ছিলেন না তিনি। পরে জানালা দিয়ে দেখতে পান গলায় ফাঁস নিয়ে ঝুলে আছে বাবু। এ সময় তার চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এসে দরজা ভেঙে তাকে উদ্ধার করে।
স্থানীয় ইউপি সদস্য মাছুম মিয়া জানান, বাবুর দাদা এবং বাবাও মানসিক রোগী। তারও একই সমস্যা ছিল। এজন্যই আত্মহত্যা করেছেন বাবু।
নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানান, পরিবারের লোকজনের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।
ডেইলি বাংলাদেশ/এসআরএস